আলোর যুগ প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ১৪ জুলাই রাজাকারের বাচ্চা বলে উস্কানি ও আইনশৃঙ্খলা বাহিনীসহ অস্ত্র নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে আন্দোলনকারীদের ওপর লেলিয়ে দেয়া হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয় ট্রাইব্যুনালে। প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করেন চিফ প্রসিকিউটর।
প্রতিবেদনে, গণহত্যায় সরাসরি নির্দেশ দেয়ার বিষয়ে একাধিক ফোনালাপ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর। হেলিকপ্টার-ড্রোন-এপিসিসহ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশসহ ৫টি অভিযোগের প্রমাণ মিলেছে বলেও জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে। টার্গেট করে শিশু হত্যা, নারীদের ওপর হামলায়, আহতদের হাসপাতালে নিতে ও চিকিৎসা নিতে বাধা, নিজে গিয়ে এসব রোগীকে চিকিৎসা দেয়া যাতে না হয়- সেই নির্দেশ দেন শেখ হাসিনা। এমন সব তথ্যের প্রমাণ মিলেছে।
তিনি বলেন, চিকিৎসক, ভুক্তভোগী, শহীদ পরিবারের লোক, ভিডিও, অডিও, নিহত আহতদের শরীর থেকে পাওয়া গুলি, হেলিকপ্টারের ফ্লাইট শিডিউল, অনেক সাক্ষীদের জবানবন্দি ও আসামিদের জবানবন্দি এই তদন্ত প্রতিবেদনে এসেছে।