Monday, May 12, 2025
Homeজাতীয়২১ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, আবহাওয়া অফিসের সতর্কতা

২১ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, আবহাওয়া অফিসের সতর্কতা

আলোর যুগ প্রতিনিধিঃ দেশের ২১টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড় ও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক সোমবার (১২ মে) সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর বেশি গতির দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এ সময় নাগরিকদের নিচের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে

• বজ্রপাতের সময় ঘরের ভেতরে অবস্থান করুন।

• জানালা ও দরজা বন্ধ রাখুন।

• সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

• নিরাপদ আশ্রয়ে চলে যান।

• গাছের নিচে আশ্রয় নেবেন না।

• কংক্রিটের মেঝেতে শুয়ে পড়বেন না এবং দেয়ালে হেলান দেবেন না।

• বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে ফেলুন।

• জলাশয়ের কাছ থেকে দ্রুত সরে আসুন।

• যেকোনো বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন।

• শিলা বৃষ্টির সময় ঘরের মধ্যে অবস্থান করুন।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে পরে আরও সতর্কতা জারি করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments