Friday, May 9, 2025
Homeঅপরাধপাকিস্তানের হামলায় ভারতের সেনাসহ নিহত ১৩

পাকিস্তানের হামলায় ভারতের সেনাসহ নিহত ১৩

আলোর যুগ প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে কুপওয়ারা, বারামুল্লা, উরি এবং আখনুরের বিপরীত এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারত। দিল্লির দাবি, টানা ১৪তম দিনেও পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানি সেনাবাহিনী তীব্র কামান ও মর্টার শেলিং চালাচ্ছে। এতে ভারতের চার শিশু এবং এক সেনাসহ মোট ১৩ জন নিহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৭-৮ মে রাতে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি এবং আখনুর অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টগুলো থেকে ছোট অস্ত্র ও কামান ব্যবহার করে বিনা উস্কানিতে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী আনুপাতিকভাবে জবাব দেয়। ভারত পেহেলগামে হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ চালায়। দিল্লির দাবি, একদিন পরই বিনা উস্কানিতে পাকিস্তান থেকে গুলি চালানো হয়। বুধবার (৭ মে) ভোরে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে।

জম্মুর পুঞ্চে সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণে নিহত হরিয়ানার দীনেশ কুমার শর্মা ভারতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনি সোশ্যাল মিডিয়ায় তথ্যটি শেয়ার করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক আপনার শহীদ হওয়ার জন্য গর্বিত। এই দেশ আপনার আত্মত্যাগ কখনও ভুলবে না। আমি এই শহীদকে সালাম জানাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments