আলোর যুগ প্রতিনিধিঃ সিলেটে কলেজছাত্র তুষার আহমদ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি টিম। গ্রেফতার হওয়া পারভেজ (২৬) সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকার তাজুদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ১৫ এপ্রিল রাতে নগরীর শাহীঈদগাহ দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজসহ ৯-১০ জন হামলা চালিয়ে খুন করে এমসি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র তুষার আহমদ চৌধুরীকে।
তুষার নগরীর রায়নগর এলাকার এডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
হত্যাকান্ডের পর র্যাব ছায়া তদন্ত শুরু করে মামলার প্রধান আসামীকে পারভেজকে গ্রেফতার করে। এর আগে পুলিশ মামলার অপর আসামী জাবেদকে গ্রেফতার করে।