Saturday, April 19, 2025
Homeঅপরাধসিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার

সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার

আলোর যুগ প্রতিনিধিঃ সিলেটে কলেজছাত্র তুষার আহমদ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি টিম। গ্রেফতার হওয়া পারভেজ (২৬) সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকার তাজুদ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ১৫ এপ্রিল রাতে নগরীর শাহীঈদগাহ দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজসহ ৯-১০ জন হামলা চালিয়ে খুন করে এমসি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র তুষার আহমদ চৌধুরীকে।

তুষার নগরীর রায়নগর এলাকার এডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

হত্যাকান্ডের পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে মামলার প্রধান আসামীকে পারভেজকে গ্রেফতার করে। এর আগে পুলিশ মামলার অপর আসামী জাবেদকে গ্রেফতার করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments