Saturday, April 19, 2025
Homeআন্তর্জাতিকইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮, আহত শতাধিক

ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮, আহত শতাধিক

আলোর যুগ প্রতিনিধিঃ ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ১০২ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, হুথি-সমর্থিত গণমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।  বৃহস্পতিবারের এই হামলাকে দেশটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, হোদাইদা স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী এই হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানায়, এই হামলার উদ্দেশ্য ছিল হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস ধ্বংস করে তাদের সামরিক সক্ষমতা হ্রাস করা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক সামাজিক মাধ্যমে পোস্টে বলে, “এই হামলার লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে দুর্বল করা, যারা তাদের নিজ দেশের মানুষদের ওপর দুঃখ-কষ্ট চাপিয়ে যাচ্ছে।”

তবে হুথিদের দেওয়া প্রাণহানির সংখ্যা সম্পর্কে জানতে চাইলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, এটি হচ্ছে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযানের অংশ, যা ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments