আলোর যুগ বিনোদনঃ স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই সিনেমার সঙ্গে জড়িত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে শোবিজে পা রাখেন তিনি। এটি মুক্তি পায় ১৯৭২ সালে। এর দুই বছর পর অভিনেতা হিসেবে তার আত্মপ্রকাশ।
কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানা হিসেবে, ‘মাসুদ রানা’ সিনেমা দিয়ে। এর পরিচালনাও করেছিলেন তিনি। ৫২ বছরের অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন প্রায় তিন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও সরব ছিলেন সোহেল রানা। অবশেষে আনুষ্ঠানিকভাবে অভিনয়কে বিদায় জানালেন গুণী এই অভিনেতা। সেই সঙ্গে জানালেন, রাজনৈতিক কর্মকাণ্ডেও তাকে আর দেখা যাবে না। দেশের একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সোহেল রানা।
বর্ষীয়ান এ অভিনেতা বলেন, ‘অভিনেতা হিসেবে ১৯৭৩ সালে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। সেই হিসেবে প্রায় ৫২ বছর হয়েছে। চলতে চলতে তো এক পর্যায়ে শেষ হতেই হয়। অভিনয়কে বুকের মধ্যে আমি লালন করলেও আমাকে আর প্রফেশনাল অভিনয়ে দেখা যাবে না। আমি সক্রিয় রাজনীতি ও প্রফেশনাল অভিনয় থেকে অবসরের জন্য সিদ্ধান্ত নিয়েছি।’
সোহেল রানা বলেন, ‘আমাকে আর নতুন করে পর্দায় দেখা যাবে না। শরীরও আর আগের মতো সাপোর্ট করছে না। কিন্তু এখনো একটি সিনেমা পরিচালনা করার শখ রয়েছে আমার। তবে মনে হচ্ছে, বয়সে আর সেটি কুলাবে না।’
তিনি বলেন, ‘অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার বড় কারণ হচ্ছে বয়স। আমার বয়স এখন ৭৯ বছর। অভিনয় ও রাজনীতি দুটির সঙ্গে আমাকে জড়িয়ে থাকতে হলে বেশ অ্যাক্টিভিটি থাকা প্রয়োজন, অনেক পড়াশোনার প্রয়োজন। শারীরিক পরিস্থিতির জন্য এসব পারছি না। এখন থাকার অর্থ জোর করে থাকা।’ সোহেল রানাকে সর্বশেষ দেখা গেছে তানভীর হোসেনের ‘মধ্যবিত্ত’ সিনেমায়। এটি মুক্তি পায় চলতি বছর জানুয়ারিতে।