আলোর যুগ স্পোর্টসঃ জমে উঠেছে আইপিএলের প্লে-অফে যাওয়ার লড়াই। একমাত্র রাজস্থান রয়্যালস শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছে। কার্যত ধরাছোঁয়ার বাইরে তারা। বাকি সব দলের মধ্যে লড়াই হচ্ছে মূলত প্লে-অফের বাকি তিনটি জায়গা দখলের। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের ৯ ম্যাচে আছে ১৬ পয়েন্ট। নেট রানরেট ০.৬৯৪।
দ্বিতীয় স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১২। কেকেআরের নেট রানরেট (১.০৯৬) সব থেকে বেশি। মুম্বাইকে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাদেরও পয়েন্ট ১২। তবে কেকেআরের থেকে এক ম্যাচ বেশি খেলেছেন কেএল রাহুলরা। তাদের নেট রানরেট ০.০৯৪।
পয়েন্ট তালিকায় চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা দলগুলোরও পয়েন্ট ১০। শুধু নেট রান রেট আলাদা রেখেছে তাদের। চার নম্বরে চেন্নাই সুপার কিংস। তাদের নেট রানরেট ০.৮১০। পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস।
সাত নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৮। নেট রানরেট -১.১১৩। পরের তিনটি দলের পয়েন্ট ৬। আট নম্বরে পাঞ্জাব কিংস। নবম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।