Wednesday, March 12, 2025
Homeঅপরাধগাজায় ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত, আহত ৭

গাজায় ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত, আহত ৭

আলোর যুগ প্রতিনিধিঃ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন সাতজন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্বে আবু হালাওয়েহ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি ড্রোন এই হামলা চালিয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।

তারা আরও জানিয়েছে, গাজা-মিসর সীমান্তে ফিলাডেলফি করিডোরে অবস্থানরত ইসরায়েলি সামরিক যানবাহন দক্ষিণ ও মধ্য রাফায় ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালিয়েছে। এছাড়াও পূর্ব রাফাহতে আল-সালাম পাড়ায় একটি ইসরায়েলি ট্যাংক বাড়িঘরে শব্দ বোমা নিক্ষেপ করেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, গাজা শহরের পূর্ব সীমান্তের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহনগুলোও তীব্র গুলিবর্ষণ করেছে। পৃথকভাবে উত্তর গাজার বেইত হানুন শহরে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় বুলডোজার লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালালে সাতজন ফিলিস্তিনি আহত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments