Wednesday, March 12, 2025
Homeক্রিকেটফাইনাল পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে কারা?

ফাইনাল পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে কারা?

আলোর যুগ স্পোর্টসঃ প্রায় এক মাসের লড়াই শেষে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে একাধিক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। গ্রুপ পর্বে পয়েন্ট ভাগাভাগির নিয়ম থাকলেও ফাইনালে এমন কিছু হলে কী হবে? ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

তবে দর্শকদের জন্য আশার খবর দিয়েছে দুবাইয়ের আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ফাইনালের দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা সময়ের সঙ্গে কমতে থাকবে। আকাশে কিছুটা মেঘ জমলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

তবে আইসিসি যে কোনো পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা সাজিয়ে রেখেছে। খেলা বিলম্বিত হলে অতিরিক্ত দুই ঘণ্টা বরাদ্দ রাখা হয়েছে। আর বৃষ্টি বাধা দিলে রিজার্ভ ডে হিসেবে আগামীকাল (১০ মার্চ) রাখা হয়েছে। সেক্ষেত্রে ম্যাচ যেখানে শেষ হবে, সেখান থেকেই পরদিন খেলা শুরু হবে।

তবু যদি কোনোভাবে ম্যাচ সম্পূর্ণ করা না যায়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ২০০২ সালে শ্রীলঙ্কায় ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালেও একই নিয়ম অনুসরণ করা হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments