Wednesday, August 20, 2025
Homeক্রিকেটবিপদে গেইলের বিশ্বরেকর্ড, ফাইনালে সেরার সেরা হতে পারেন কোহলি

বিপদে গেইলের বিশ্বরেকর্ড, ফাইনালে সেরার সেরা হতে পারেন কোহলি

আলোর যুগ স্পোর্টসঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারের তকমা গত ম্যাচেই নিজের দখলে নিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে দাপুটে হাফ-সেঞ্চুরি করার পথে বিরাট ভেঙে দেন শেখর ধাওয়ানের সর্বকালীন রেকর্ড। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একটি বিশ্বরেকর্ড গড়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। এক্ষেত্রে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের সর্বকালীন নজির ভেঙে গুঁড়িয়ে দিতে পারেন ভারতীয় তারকা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ব্যাট করতে নেমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি। এজন্য তার দরকার ৪৬ রান। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহ করার বিশ্বরেকর্ড রয়েছে ক্রিস গেইলের দখলে। টুর্নামেন্টের ১৭টি ম্যাচে ব্যাট করতে নেমে ক্রিস গেইল সংগ্রহ করেছেন ৭৯১ রান। তিনি মিনি বিশ্বকাপে ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেইলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৩৩ রানের।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত বিরাট কোহলির ব্যক্তিগত সংগ্রহ ৭৪৬ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৭টি ম্যাচের ১৬টি ইনিংসে ব্যাট করে কোহলি এই রান সংগ্রহ করেন। কোহলি এখন পর্যন্ত মিনি বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৬টি। এই টুর্নামেন্টে কোহলির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০০ রানের। সুতরাং, গেইলের থেকে মাত্র ৪৫ রানে পিছিয়ে রয়েছেন কোহলি। ফাইনালে ৪৬ রান করলেই গেইলকে টপকে তালিকার এক নম্বরে উঠে আসবেন বিরাট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments