Friday, August 15, 2025
Homeআন্তর্জাতিকউত্তর কোরিয়ায় টিভি কিনলে সরকার যা করে

উত্তর কোরিয়ায় টিভি কিনলে সরকার যা করে

আলোর যুগ প্রতিনিধিঃ তিমোথি চো, উত্তর কোরিয়ার এক নাগরিক, যিনি নিজ দেশ থেকে পালিয়ে বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। কঠোর বিধিনিষেধ ও স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পেতেই তিনি দেশত্যাগ করেন। তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ায় একটি সাধারণ টিভি কিনলেও কঠোর নজরদারির মুখে পড়তে হয়। সম্প্রতি সংবাদমাধ্যম ল্যাডবাইবেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি উত্তর কোরিয়ায় আপনি একটি টিভি কেনেন, তাহলে সরকারি কর্মকর্তারা আপনার বাসায় আসবে এবং একটি অ্যান্টেনা বাদে বাকি সব অ্যান্টেনা নিয়ে যাবে। যেন আপনি নিজ দেশের বাইরের কোনো চ্যানেল দেখতে না পারেন।”

তিনি আরও বলেন, দেশীয় চ্যানেলগুলোতে কেবল প্রেসিডেন্ট কিম জং উনের পরিবার নিয়ে অনুষ্ঠান, ডকুমেন্টারি এবং গান সম্প্রচার করা হয়, যা ২৪ ঘণ্টা ধরে চলে। ফলে টিভি দেখার অর্থই হলো কিম পরিবারের প্রচারণা দেখা। এছাড়া, উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জন্য চুল কাটার বিষয়েও কঠোর নিয়ম রয়েছে। তিমোথি চো বলেন, “স্কুলের শিক্ষার্থীদের জন্য মাত্র এক, দুই বা তিন ধরনের নির্দিষ্ট চুলের স্টাইল অনুমোদিত। যদি নির্দিষ্ট সীমার বাইরে কারও চুল কয়েক সেন্টিমিটারও বড় থাকে, তাহলে তাকে সমস্যায় পড়তে হবে।”

তিনি আরও জানান, যদি কেউ অনুমোদিত স্টাইলের বাইরে চুল কাটে, তাহলে তার পুরো পরিবারকে পুলিশ স্টেশনে ডেকে জবাবদিহি করানো হয়।এছাড়া দেশটির প্রথম নেতা কিম ইল-সুংকে ‘ঐশ্বরিক নেতা’ হিসেবে বিবেচনা করা হয় এবং তার ছেলে কিম জং-ইলকে ‘দেবসন্তান’ বলা হয়। তাই প্রত্যেক জাতীয় দিবসে কিম পরিবারের মূর্তির সামনে গিয়ে মাথা নত করা বাধ্যতামূলক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments