Wednesday, March 12, 2025
Homeঅপরাধজামালপুরে চার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জামালপুরে চার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আলোর যুগ প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মিটিং এসে গ্রেফতার হয়েছেন চার ইউপি চেয়ারম্যান। আজ বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মেলান্দহ উপজেলার ৭নং চরবানিপাকুরিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ভুট্টু, ৮নং ফুলকোচা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ৯ নং ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু এবং ১১ নং শ্যামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাইদ মাস্টার।

জানা গেছে, বুধবার সকালে মেলান্দহ উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষ করে বের হওয়ার সময় মেলান্দহ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের গ্রেফতার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর জানান, গ্রেফতার হওয়া চার ইউপি চেয়ারম্যান মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিং উপস্থিত ছিলেন। মিটিং শেষ করে বের হওয়ার সময় তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, চলমান ডেভিল হান্টের অভিযানে মেলান্দহ থেকে চারজন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। ইতোপূর্বে যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা করেছিল তাদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার চারজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments