Friday, May 9, 2025
Homeরাজনীতিরাঙামাটিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আলোর যুগ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটির জেলা শাখা। আজ বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনটির রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম। এ সময় জেলা সেক্রেটারি মনছুরুল হক, জামায়াত নেতা এ্যাডভোকেট হারুনুর রশিদ, পৌর আমির আব্দুস সালাম, পৌর সেক্রেটারি মাঈন উদ্দিন, জেলা জামায়াতের সূরা সদস্য এ্যাডভোকেট রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, ফ্যাসিস্ট সরকারের কারণে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় কারাগারে আটক আছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তি দেওয়া না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন সংঘঠনটির নেতাকর্মীরা। পরে রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌরসভা চত্বরে এসে শেষ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments