Sunday, August 17, 2025
Homeজেলার খবরজেলের জালে ১৯৪ কেজির বোল মাছ

জেলের জালে ১৯৪ কেজির বোল মাছ

আলোর যুগ প্রতিনিধিঃ দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর ১৪ ফেব্রুয়ারি থেকে নাফ নদে মাছ ধরার অনুমতি মিলেছে জেলেদের। উৎসবমুখর পরিবেশে জেলেরা মাছ ধরছেন। ১৬ ফেব্রুয়ারি রবিবার নাফ নদের শাহপরীরদ্বীপ অংশের ঘোলার চরে টানা জালে ধরা পড়ল ১৯৪ কেজি ওজনের একটি বোল মাছ। শাহপরীরদ্বীপ কোনা পাড়ার স্থানীয় বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ধরা পড়ে মাছটি। স্থানীয় ভাষায় এই মাছটি বোল মাছ নামে পরিচিত।

এসব তথ্য নিশ্চি করে শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, ‘সকালে শাহপরীরদ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদের মোহনায় জেলেরা টানা জাল ফেলে। ঘন্টাখানেক পর জাল টানার চেষ্টা করে জেলেরা। এমন সময় ছোট ছোট মাছের সাথে এই বড় বোল মাছটি জালে আটকে যায়। পরে জেলেরা নাফ নদ থেকে বড় মাছটি রশি বেঁধে টেনে টেনে চরের উপরে তুলে নিয়ে আসে। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে নেওয়া হয়। ওই সময় মাছটি দেখতে ভিড় জমান লোকজন।

শাহপরীরদ্বীপ কোনা পাড়ার নৌকার মাঝি নুর মোহাম্মদ জানান, ‘জালে প্রথম বার ১৯৪ কেজি ওজনের বড় বোল মাছ আটকা পড়েছে। শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এনে মাছটির দাম ৩ লাখ টাকা হাঁকিয়েছি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলমকে ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে বিক্রি করেছি।’ টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘শাহপরীর দ্বীপের এক জেলে জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। তবে শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।’

তিনি আরও বলেন, সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দাম পাচ্ছেন। এদিকে মাছটি বিক্রি করতে মাইকিং করছে আবদুর শুক্কুর। তিনি বলেন, বড় মাছ তাই কেটে কেজি ধরে বিক্রি করার জন্য মাইকিং করা হচ্ছে। কেজি দেড় হাজার টাকায় বিকি করা হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments