আলোর যুগ প্রতিনিধিঃ মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে সোমবার একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৫১ জন নিহত হয়েছে এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। সেতুর রেলিং ভেঙে খাদে পড়ার সময় বাসটি ৭৫ জন যাত্রী বহন করছিল। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, এটি দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এখন পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংস্থার মুখপাত্র মাইনর রুয়ানো সাংবাদিকদের জানান, এখনো আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। জরুরি পরিষেবার কর্মীরা বাসটি থেকে কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করেছেন। গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
দুর্ঘটনাটি স্থানীয় সময় ভোরের দিকে ঘটে। বাসটি পুয়েন্তে দে বেলিসে সেতু থেকে ছিটকে পড়ে রাজধানীর উত্তর প্রবেশপথের একটি নদীতে গিয়ে পড়ে, যা দূষিত বর্জ্যে ভরা ছিল। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি গুয়াতেমালা সিটির উদ্দেশে যাত্রা করেছিল এবং এটি এল প্রোগ্রেসো বিভাগের সান অগুস্তিন আকাসাগুয়াস্তলান শহর থেকে আসছিল, যা রাজধানী থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।