Wednesday, March 12, 2025
Homeক্রিকেটবরিশালবাসীর কাছে ক্ষমা চাইলেন তা‌মিম

বরিশালবাসীর কাছে ক্ষমা চাইলেন তা‌মিম

আলোর যুগ স্পোর্টসঃ বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে বরিশাল শহরে গিয়েছিলো ফরচুন বরিশালের খেলোয়াড়রা। গতকাল রবিবার দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে যান দলটির বেশিরভাগ সদস্য। এসময় তাদের সঙ্গে ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকসহ টিম ম্যানেজমেন্টের অনেকেই। মূলত ট্রফি জয়ের আনন্দ বরিশালবাসীর সঙ্গে ভাগ করে নিতে এই আয়োজন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির।

খেলোয়াড়দের আগমন উপলক্ষে বরিশালের বেলস পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানে বিভিণ্ন শ্রেণি-পেশার লাখো মানুষের ঢল নেমেছিলো। শিরোপা উদযাপনের সেই অনুষ্ঠানে বরিশালবাসীর সঙ্গে বে‌শি সময় কাটাতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন দলের অধিনায়ক তা‌মিম ইকবাল। বরিশালবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

রবিবার রাতে নিজের ফেসবুক ভে‌রিফায়েড পেজে এক ভি‌ডিও বার্তায় তামিম বলেন, আমরা ৯ তা‌রি‌খে বরিশালে আসব বলে ঘোষণা দিয়েছিলাম। আমাদের অনেক প্ল্যান ছিল। যে কারণে পুরো টিম নিয়ে বরিশালে এসেছিলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হবে, প্রত্যেকটি খে‌লোয়াড় কিছু না কিছু বলবে আর আপনাদের সবার সঙ্গে টাইম স্পেন্ড করবে। আনফরচুনেটলি ওখানের স্টেজে খুবই খুবই কম সময় থাকতে আমরা পেরেছি।  কারণ, আমাকে এটা বলতে হচ্ছে যে, আমার লাইফে এত মানুষ একসঙ্গে দেখিনি। আমার মনে হয় কমপক্ষে দেড় থেকে দুই লাখ মানুষ ছিলেন আমাদের দেখার জন্য।

তি‌নি বলেন, একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল যে, আমাদের সিকিউরিটি টিম পরিবেশটা নিরাপদ মনে করছিল না। আপনারা যদি লক্ষ্য করে থাকেন – যখন আমরা বাস নিয়ে ঢুকছিলাম, তখন আমাদের বাসের ওপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। আমাদের সিকিউরিটি টিম থেকে কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছিল যে, পরিবেশটি নিরাপদ না। আরও কারণ, স্টেজে যখন আমরা উঠি তখন ওখানে অনেক মানুষ ছিল আর অনেকে স্টেজে উঠে যাচ্ছিলেন। এজন‌্য প্লেয়ারদের সেফটির কথা চিন্তা করে একটা সময় আমাদেরকে বলা হয় আমরা যেন (না নেমে) বাস ঘুরিয়ে ফিরে যাই। তবে এত মানুষ! আপনারা এত কষ্ট করে ওখানে এসেছিলেন, তাই আমরা এ কাজটা করতে পারতাম না।

তামিম বলেন, তারপরও আমরা যেভাবেই হোক বাস থেকে নেমেছি। সবাই আপনাদের সঙ্গে হাই-হ্যালো করেছে, ট্রফিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদেরকে সময় দিতে পারিনি বা আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমি আশাবাদী যে, আপনারা আমাদের এই অপারগতা বুঝবেন। আমি স্বীকার করি যে, গতকাল আপনারা হতাশ হয়েছেন। কারণ, আপনারা এত মানুষ এসে দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদেরকে খুবই অল্প সময়ের জন্য দেখতে পেরেছেন। তবে আশা করি আপনারা আমাদের কথাটাও একটু ভাববেন। একটা নিরাপত্তাজনিত সমস্যা ছিল। যদি ওখানে কোনো খেলোয়াড় পড়ে যেত বা ব্যথা পেত তখন বিষয়টা খুব বাজে হতো।

তিনি বলেন, কিন্তু যে কথাটা স্টেজে উঠে বলতে চেয়েছিলাম, আপনাদের এখানেই বলে দিই। যেহেতু ওখানে বলার সুযোগ হয়নি। দেশে-বিদেশে অনেক দলে খেলেছি, কিন্তু আমি ফরচুন বরিশালের মত ফ্যান কোথাও দেখিনি। আর আজকে (গতকাল) আপনারা যে ব্যাপার আমাদের দেখিয়েছেন আই ওয়াজ নো ওয়ে। এটা দেখে ফরচুন বরিশালের মালিক মিজান ভাইকে এটাই বলেছিলাম, এই টিমের প্রতি আমাদের দায়িত্বটা আরো তিনগুণ বেড়ে গেল। কারণ, আপনাদের মতো ফ্যান আমাদের সঙ্গে আছে। আমরা চাই, আপনারা এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকেন।

বরশিালের অধিনায়ক বলেন, আপনাদের সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, আপনাদের সঙ্গে খুব বেশি সময় আমরা কাটাতে পারিনি। আশা করি, আপনারা বিষয়টা বুঝবেন। পরবর্তী সময়ে আমরা যখন আসব, আশা করি তখন আমাদের অ্যারেজমেন্টটা আরো ভালো থাকবে, নিরাপত্তাটা আরো জোরদার থাকবে। যেন আপনারাও সুন্দরভাবে আমাদেরকে দেখতে পারেন, আমাদের সঙ্গে এনজয় করতে পারেন। আর আমরাও যেন আপনাদের সঙ্গে কথা বলতে পারি।

তিনি বলেন, ন্যাশনাল টিমের কালকে (সোমবার) ফিটনেস টেস্ট আছে। আর ব‌রিশালে সব খেলোয়াড় এসেছে। কারণ আমরা সবাই ফিল করি আপনারা যে আমাদের কতটুকু অউন করেন। থ্যাংকস ফর দ্য সাপোর্ট। আমরা আবারও চ্যাম্পিয়ন হয়েছি আর নেক্সট টাইম আমরা যখন বিপিএলে আসবো, ইনশাআল্লাহ আমাদের লক্ষ‌্য আবারও একই থাকবে। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সবকিছুর জন্য ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments