Wednesday, March 12, 2025
Homeঅপরাধকুমিল্লায় বাহারের বাড়িতে ভাঙচুর বিক্ষুব্ধ ছাত্র-জনতার

কুমিল্লায় বাহারের বাড়িতে ভাঙচুর বিক্ষুব্ধ ছাত্র-জনতার

আলোর যুগ প্রতিনিধিঃ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভাঙচুরের পরে বিক্ষুব্ধরা পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, রাত একটার দিকে কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় সাবেক এমপি বাহারের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে তালা ভেঙে অনেকে ভেতরে ঢোকেন।

অনেকে বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর চালান তারা। পরে পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ওই বাড়িতে ভাঙচুর করা হয়েছিল।

এদিকে, রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে বিক্ষোভ করছিলেন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments