আলোর যুগ স্পোর্টসঃ বিপিএলে শুরু হয়েছে প্লে-অফের খেলা। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। দুই দলের জন্যই টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ। যে দল হারবে, তারাই বাদ পড়বে।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। এই ম্যাচে দুই দলের একাদশেই আছে চমক।
বাঁচা-মরার এই লড়াইয়ে রংপুর একাদশে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও ডেভিড ভিন্সদের মতো তারকারা। আর খুলনার দলে আছেন হেটমায়ার ও হোল্ডারের মতো ক্যারিবীয় ক্রিকেটাররা।
এবারের বিপিএলে মুখোমুখি লড়াইয়ে দুই দল একবার করে জয় লাভ করেছে। রংপুর প্রথম দেখায় খুলনাকে ৮ রানে হারিয়েছিল। দ্বিতীয় দেখায় খুলনা ৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। আজকের লড়াইয়ে শেষ হাসিটা কে হাসে সেটাই দেখার।
রংপুর রাইডার্স একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, জেমস ভিঞ্চ, মাহেদী হাসান, কাজী নুরুল হাসান সোহান, টিম ডেভিড, নাহিদ রানা, রাকিবুল হাসান, সাইফ উদ্দিন, আন্দ্রে রাসেল ও আকিফ জাভেদ।
খুলনা টাইগার্স: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ নওয়াজ, মুশফিক হাসান, জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার।
এদিকে, টেবিলের শীর্ষ দল বরিশালকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ রানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে যায় চিটাগং কিংস, নেট রান রেটে তারা পেছনে ফেলেছেন রংপুরকে। প্রথম কোয়ালিফায়ারে তারা আবার খেলবে বরিশালের বিপক্ষে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায়।