Monday, February 3, 2025
Homeজাতীয়বইয়ের ওপর সেন্সর করার ইচ্ছা সরকারের নেই : সংস্কৃতি উপদেষ্টা

বইয়ের ওপর সেন্সর করার ইচ্ছা সরকারের নেই : সংস্কৃতি উপদেষ্টা

আলোর যুগ প্রতিনিধিঃ বই প্রকাশের আগেই বাংলা একাডেমিকে পাণ্ডুলিপি যাচাইয়ের বিষয়ে পুলিশের অনুরোধকে হাস্যকর বলে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ‘গণমাধ্যমে একটা সংবাদ ভুল-বোঝাবুঝি সৃষ্টি করছে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। আমাদের সরকারের নীতিমালার আশপাশেই নেই।’

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা সরয়ার ফারুকী এসব কথা বলেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‌‍‍‘বই ছাপানোর আগে সরকার পড়ে দেখবে এমন কোনো বক্তব্য কেউ দেয়নি। অপপ্রচার ছড়ানো হয়েছে। পাঠ্যপুস্তক সেন্সর করার কোনো ইচ্ছা সরকারের নেই। বর্তমান সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে।’

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘পুলিশের কেউ যদি এ বিষয়ে কোনো মন্তব্য করে থাকে তাহলে তা সরকারের বক্তব্য নয়।’ অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করা হয়। পরে জাতীয় সংগীত, একুশের গান ও জুলাই বিপ্লবের গান পরিবেশন করা হয়। এর আগে, শোভাযাত্রা করেন কবি, সাহিত্যিক ও কবিতা ভক্তরা।

দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের এ উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments