Friday, January 24, 2025
Homeরাজনীতিআমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই : জামায়াত আমির

আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই : জামায়াত আমির

আলোর যুগ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রংপুর নগরীর আবু সাঈদ চত্বরে তাজহাট থানা জামায়াতের আয়োজনে পথসভায় তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে ঢাকার হাসপাতালে গিয়েছিলাম। তারা আপনাদের মতই প্রাণচাঞ্চল্য ছিল। তারা এখন কষ্টে জীবনযাপন করছেন। তারা বলেছেন-আমরা দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছিলাম। আজ দেশ স্বাধীন, আমাদের ভালো লাগছে।

তিনি আরও বলেন, আমি আহতদের অভিভাবকদের কথা দিয়েছি, যে কারণে তারা জীবন দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। রংপুর মহানগরের তাজহাট থানা জামায়াতে ইসলামীর আমির মওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments