আলোর যুগ প্রতিনিধিঃ ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে ২১ জন কিশোর এবং ৬৯ নারীকে মুক্তি দেয়া হয়। এই চুক্তির জন্য ইসরায়েলকে ‘চরম মূল্য’ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর।
রবিবার (১৯ জানুয়ারি) তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল-১২-এর উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর তার এক বক্তৃতায় হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় এবং গাজায় বন্দীদের মুক্তি দিতে অক্ষমতার কথাও স্বীকার করেছেন।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে, বন্দীদের ব্যাপারে আমাদের দায়িত্ব অত্যন্ত ভারী, তবু কয়েক মাস ধরে আমরা একজন বন্দীকেও জীবিত ফেরত আনতে পারিনি। সেইসঙ্গে আমরা হামাস আন্দোলনের সাথে যুদ্ধের কোনো লক্ষ্যও অর্জন করতে পারিনি। এই চুক্তির জন্য ইসরায়েলকে ‘চরম মূল্য’ দিতে হয়েছে।
গত বুধবার (১৫ জানুয়ারি) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছে। ওই ঘোষণায় বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি রবিবার (১৯ জানুয়ারি) থেকে বাস্তবায়িত হবে এবং ওই চুক্তির ভিত্তিতে হামাস ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বেশ কয়েক ধাপে ৩৩ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। চুক্তির গুরুত্বপূর্ণ দিকটি হলো ইহুদিবাদী ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সরে যেতে হবে।