Friday, July 4, 2025
Homeক্রিকেটটস জিতে ফিল্ডিংয়ে সিলেট স্ট্রাইকার্স

টস জিতে ফিল্ডিংয়ে সিলেট স্ট্রাইকার্স

আলোর যুগ স্পোর্টসঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের সিলেট পর্বের শেষ দিন আজ। সোমবার দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম কিংস। চলতি মৌসুমে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে সিলেট।

এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক আরিফুল হক। টস হেরে ব্যাটিং করছে চিটাগং। বেলা দেড়টায় শুরু হয় ম্যাচটি। ঘরের মাঠে আজকের ম্যাচসহ পাঁচটি ম্যাচ খেলছে সিলেট। আগের চার ম্যাচে তাদের জয় কেবল দুইটিতে। পয়েন্ট টেবিলেও সিলেটের অবস্থান নিচের দিকে।

চিটাগং কিংস একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস ইসলাম, নাবিল সামাদ।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রুয়েল মিয়া, অ্যারন জোন্স ও নিহাদুজ্জামান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments