Sunday, January 12, 2025
Homeবিনোদনআলিয়ার বিপরীতে সিনেমার প্রস্তাবে কেন ‘না’ বললেন শাহরুখ?

আলিয়ার বিপরীতে সিনেমার প্রস্তাবে কেন ‘না’ বললেন শাহরুখ?

আলোর যুগ বিনোদনঃ সম্প্রতি বলিউডে খবর ছড়িয়েছিল যে, আলিয়া ভাটের সঙ্গে একটি বিগ বাজেট হরর-কমেডি ছবি ‘চামুণ্ডা’-তে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে। কিন্তু বলিউড বাদশা এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

সূত্রের খবর, ‘চামুণ্ডা’ ছবির প্রযোজক দীনেশ বিজান এবং পরিচালক অমর কৌশিক চেয়েছিলেন শাহরুখ খান ছবির মুখ্য চরিত্রে অভিনয় করুন। তাদের হরর-কমেডি ঘরানার এই সিনেমায় কিং খানের থাকার খবর বেশ হইচই ফেলে দিয়েছিল। তবে শাহরুখ নাকি এই ধরনের ফ্র্যাঞ্চাইজে নতুন কিছু যোগ করার মতো স্পেস না থাকায় আগ্রহী হননি।

শাহরুখের বক্তব্য, তিনি নতুন এবং চ্যালেঞ্জিং চিত্রনাট্যে কাজ করতে চান। তার মতে, এমন ছবিতে যুক্ত হওয়ার থেকে নতুন ঘরানার প্রোজেক্টে কাজ করাই বেশি আকর্ষণীয়। এই কারণে ম্যাডক ফিল্মসের ‘চামুণ্ডা’র প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।

অন্যদিকে, আলিয়া ভাট এই ছবিতে কাজ করার বিষয়ে বেশ উৎসাহী। ম্যাডক ফিল্মসের সঙ্গে তার একাধিক প্রজেক্টের আলোচনা চলছে। তিনি এর আগে থ্রিলার এবং হরর-কমেডি ঘরানার ছবিতে কাজ করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। তাই আলিয়ার জন্য ‘চামুণ্ডা’ একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। শাহরুখের সিদ্ধান্তে ‘চামুণ্ডা’র নির্মাতারা এখন নতুন অভিনেতার খোঁজ করছেন। তবে বাদশা ভক্তদের আশা, ভবিষ্যতে এমনই কোনও নতুন ধরনের ছবিতে আবার তিনি চমক দেবেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments