Friday, January 10, 2025
Homeখেলাআক্রমণাত্মক আচরণে ২ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিউস

আক্রমণাত্মক আচরণে ২ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিউস

আলোর যুগ স্পোর্টসঃ ভ্যালেন্সিয়ার বিপক্ষে আক্রমণাত্মক আচরণের জন্য শাস্তি পেতেই হচ্ছে ভিনিসিউস জুনিয়রকে। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন।

গত শুক্রবার লা লিগার ম্যাচে ভালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মুখে আঘাত করায় লাল কার্ড দেখেন ভিনিসিউস। একদিন পর দলটির কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেন, ন্যূনতম দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি এড়াতে পারবেন ভিনিসিউস।

তাদের সেই ধারণা ভুল প্রমাণ হলেও, তাদের আপিলের পরিপ্রেক্ষিতে ভিনিসিউসের নিষেধাজ্ঞা কেবল লা লিগার ম্যাচে সীমাবদ্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে করে স্প্যানিশ সুপার কাপের ম্যাচে তার খেলতে বাধা নেই ২৪ বছর বয়সী তারকার।

বৃহস্পতিবার সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল। প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গত আসরের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ভিনিসিউস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments