আলোর যুগ রিপোর্ট :-
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন তার পরিবার, আত্মীয়-স্বজন রাজনৈতিক নেতৃবৃন্দ।
আজ বুধবার ১১টায় জুরাইন কবরস্থানে মরহুম সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন তারা। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া প্রার্থনা করা হয়। এতে পরিবারের সদস্যরা ছাড়া আত্মীয়-স্বজন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
পরে জুরাইন কবরস্থানের পাশের মসজিদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২০১৯ সালের এই দিনে সবাইকে ছেড়ে পরপারে চলে যান সাদেক হোসেন খোকা। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মতে, মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার থেকে জননেতা হয়ে সাধারণ মানুষের প্রিয় খোকা ভাই হয়ে উঠেছিলেন সাবেক অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
খোকার প্রথম মৃত্যুবার্ষিকীতে বিকেলে রাজধানীর ব্রাদার্স ক্লাব মাঠে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
- Featured News
- Featured 6
- আলোকিত মানুষ
- দেশজুড়ে
- বাংলাদেশ
- ভিডিও
- মতামত
- রাজনীতি
- শীর্ষ সংবাদ
- শীর্ষ 7
- সব খবর
- সোশ্যাল মিডিয়া