আলোর যুগ প্রতিনিধিঃ ঘটনাটি লাতিন আমেরিকার দেশ পেরুর। দেশটির উত্তরাঞ্চলীয় কাজামার্কার আন্দিয়ান এলাকায় পাহাড়ি রাস্তা থেকে একটি বাস প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। রবিবার গভীর রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
স্থানীয় কর্তৃপক্ষ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ২৩ জনের নিহত হওয়ার কথা জানানো হলেও পরবর্তীতে তথ্য হালনাগাদ করে ২৫ জন বলে জানানো হয়। স্থানীয় পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে খাদে পড়ে যায় এবং আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।
এ ঘটনার পর সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে। বাসটি রাস্তায় চলাচলের উপযোগী ছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।উল্লেখ্য, পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
এছাড়া দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রোড সাইনের অভাব এবং ট্রাফিক নিয়ম-কানুনের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। গত বছর, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩১০০ জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধিত করা হয়েছে।