Friday, November 8, 2024
Homeআন্তর্জাতিক৫ নভেম্বরকে আমেরিকার ‘মুক্তি দিবস’ বললেন ট্রাম্প

৫ নভেম্বরকে আমেরিকার ‘মুক্তি দিবস’ বললেন ট্রাম্প

আলোর যুগ প্রতিনিধিঃ আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সে হিসেবে নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন। এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত আলোচিত দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। শনিবার দক্ষিণ-পূর্বের ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জনসভা করেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিভিন্ন জরিপের উঠে এসেছে, এবারের নির্বাচনে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প উত্তর ক্যারোলাইনার একটি জনসভায় প্রায় ৯০ মিনিট ভাষণ দিয়েছেন। সেখানে সমর্থকদের কাছে আত্মবিশ্বাসের বার্তা দিয়ে ট্রাম্প বলেন, “আপনি হয়তো অনেকবার জিতেছেন। এবারও জিতবেন নিশ্চয়ই। তারপরও সাবধান থাকা ভালো। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।”

সমর্থকদের উদ্দেশে রিপাবলিকান প্রার্থী আরও বলেন, “যুক্তরাষ্ট্র এখন অধিকৃত দেশ কিন্তু শিগগিরই তা আর থাকবে না। ৫ নভেম্বর নির্বাচন হবে আমেরিকার মুক্তির দিন। আমেরিকা মুক্তি পেতে যাচ্ছে।” সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি কঠোর পরিশ্রম করছি কারণ আমাদের জিততে হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments