Saturday, January 4, 2025
Homeশিক্ষা৪৭তম বিসিএসের আবেদন শুরু, আনা হলো যেসব সংশোধনী

৪৭তম বিসিএসের আবেদন শুরু, আনা হলো যেসব সংশোধনী

আলোর যুগ প্রতিনিধিঃ ৪৭তম বিসিএসের একটি পদের নামসহ কিছু সংখ্যক কোড এবং নির্দেশনা সংশোধন করে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদিকে শুরু হয়েছে ৪৭তম বিসিএসের আবেদন। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়। চলবে সোমবার (৩০ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস কৃষি ক্যাডারের সহকারী পরিচালক বা কৃষি বিপণন কর্মকর্তা নাম পরিবর্তন করে সহকারী পরিচালক বা কৃষি বিপণন কর্মকর্তা বা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা করা হয়েছে। এ ছাড়া পেশাগত বা কারিগরি ক্যাডারের কয়েকটি পদের কোড ও শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের কয়েকটি কোড পরিবর্তন করা হয়েছে।

৪৭তম বিসিএসের ফরম পূরণ করতে প্রার্থীকে যে কোনো টেলিটক নম্বরের মাধ্যমে আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা দিতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়েও কোনো প্রার্থী ৫০ টাকা মাত্র ফি জমা দিয়ে ফরম পূরণ করলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এ বিষয়ে প্রার্থীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন

সাধারণ ক্যাডারের জন্য

বাংলা ২০০, ইংরেজি ২০০, বাংলাদেশ বিষয়াবলি ২০০, আন্তর্জাতিক বিষয়াবলি ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি১০০ এবং মৌখিক পরীক্ষা ১০০। মোট নম্বর ১ হাজার।

কারিগরি বা পেশাগত ক্যাডারের জন্য

বাংলা ১০০, ইংরেজি ২০০, বাংলাদেশ বিষয়াবলি ২০০, আন্তর্জাতিক বিষয়াবলি ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০, সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় ২০০ এবং এবং মৌখিক পরীক্ষা ১০০। মোট নম্বর ১ হাজার। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭।

আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয়েছে ৫০ টাকা। গত ২৬ ডিসেম্বর নতুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা থাকছে ৩২ বছর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments