Sunday, November 24, 2024
Homeক্রিকেট৩৮ বছরের রেকর্ড ভাঙলেন জয়সওয়াল-রাহুল

৩৮ বছরের রেকর্ড ভাঙলেন জয়সওয়াল-রাহুল

আলোর যুগ স্পোর্টসঃ ভারত-অস্ট্রেলিয়ার পার্থ টেস্টের প্রথমদিন দেখে মনে হয়েছিল এই ম্যাচের আয়ু সম্ভবত দুই দিন। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে একেবারেই ভিন্ন একটা গল্প লিখলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। সত্যিই অবিশ্বাস্য! এমনভাবেও ক্যামব্যাক করা যায়।

পার্থে যে উইকেটে প্রথম দিনে পড়লো ১৭ উইকেট, সেই পিচেই রানের বন্যা বইয়ে ৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন তারা। দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ২০১ রান করেছেন জয়সওয়াল ও রাহুল। ১৭৬ বলে ৭৭ রানের ঠাণ্ডা মাথার ইনিংস খেলে রাহুল আউট হলে জুটি ভাঙে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

এর আগে ১৯৮৬ সালে সিডনিতে প্রথম উইকেটে সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্ত ১৯১ রানের জুটি করেছিলেন। সেই রেকর্ড জুটি টপকে এখন শীর্ষস্থান দখল করেছেন জয়সওয়াল ও রাহুল। পার্থে দাপট দেখিয়ে খেলছেন জয়সওয়াল। হাঁকিয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে মিচেল স্টার্কের বলে আউট হন রাহুল। তার আগেই তোলপাড় তোলেন রেকর্ড বুকে।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বড় উদ্বোধনী জুটিগুলো দেখে নেওয়া যাক-

১. যসশ্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। পার্থে দ্বিতীয় ইনিংসে ২০১ রান (২০২৪)

২. সুনীল গাভাস্কার ও ক্রিস শ্রীকান্ত। সিডনিতে প্রথম ইনিংসে ১৯১ রান (১৯৮৬)

৩. চেতন চৌহান ও সুনীল গাভাস্কার। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে ১৬৫ রান (১৯৮১)

৪. আকাশ চোপড়া ও বিরেন্দ্র শেবাগ। মেলবোর্নো দ্বিতীয় ইনিংসে ১৪৬ রান (২০০৩)

৫. রোহিত শর্মা এবং শুভমান গিল। সিডনিতে দ্বিতীয় ইনিংসে ১৪১ রান (২০২১)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments