Friday, November 22, 2024
Homeক্রিকেট২৯৭ রান তুলে টি-টোয়েন্টিতে ইতিহাস ভারতের

২৯৭ রান তুলে টি-টোয়েন্টিতে ইতিহাস ভারতের

আলোর যুগ স্পোর্টসঃ হায়দরাবাদে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নিয়ে পুরোপুরি ছেলেখেলা করল সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনরা। চার-ছক্কার বৃষ্টিতে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে ভারত। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এটিই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ২৭৮ এখন দ্বিতীয় স্থানে নেমে গেছে।

শনিবার হায়দরাবাদে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ওভারে বেশ আঁটসাঁট বোলিং করেন শেখ মাহেদী। কিন্তু এরপর পুরো পাওয়ার প্লে জুড়ে চলল তাণ্ডব। মাঝে অভিষেক শর্মার উইকেট পেলেও তাতে খুব একটা লাভ হয়নি বাংলাদেশের।

উল্টো পাওয়ার প্লেতে রেকর্ড ৮২ রান তোলে ভারত। সূর্যকুমারের ৩৫ বলে ৭৫ এবং সঞ্জুর ৪৭ বলে ১১১ রানের ঝড়ো ব্যাটিংয়ে সেই তাণ্ডব থামে ২৯৭ রানে। এ ছাড়া রিয়ান পরাগ ১৩ বলে ৩৪ এবং হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ রান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments