Monday, April 21, 2025
Homeক্রিকেট২৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

২৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আলোর যুগ স্পোর্টসঃ জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম (৪) দ্রুত আউট হলেও মাহমুদুল হাসান ও মুমিনুল হক অপরাজিত থেকে দিন শেষ করেন। ১৩ ওভার শেষে বাংলাদেশের রান এক উইকেটে ৫৭। মাহমুদুল ২৮ ও মুমিনুল ১৫ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন। এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আর প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১৯১ রানে। ফলে ৮২ রানের লিড পায় সফরকারীরা।

সোমবার দিনের শুরুতে বেন কারানকে ফিরিয়ে ১০৩ বলে করা ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ। ৫৫ বলে ১৮ রান করে ফেরেন কারান। আরেক ওপেনার বেনেট ৫৬ বলে পঞ্চাশ পূর্ণ করলেও নাহিদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। জাকের আলিকে ক্যাচ দিয়ে ৫৭ রানে ফেরেন তিনি। তিনে নামা নিক ওয়েলচকে দ্রুত বিদায় করেন হাসান মাহমুদ। চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন শন উইলিয়ামস ও ক্রেইগ এরভিন। তবে থিতু হয়ে থাকা জিম্বাবুয়ে অধিনায়কের উইকেট তুলে নেন নাহিদ। ৩৯ বলে ৮ রান করে এরভিন ফিরলে লাঞ্চ বিরতিতে যায় জিম্বাবুয়ে।

লাঞ্চের পর মাঠে নেমে ৮৭ বলে ৫০ তুলে নেন উইলিয়ামস। তাকে সঙ্গ দেওয়া মাধেভেরেকে বেশিক্ষণ টিকতে দেননি খালেদ। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাকফুটে খেলতে দিয়ে ব্যাটের কানায় লেগে স্টাম্পে চলে যায়। ৩৩ বলে ২৪ রান করে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটার। কিছুক্ষণ পর চার মেরে তাদের লিড এনে দেন নিয়াশা মায়াভো। লিডের পর টিকতে পারেননি উইলিয়ামস। ছক্কা মারতে গিয়ে জয়ের তালুবন্দি হন তিনি। ১০৮ বলে দুই ছক্কা ও ছয় চারে ৫৯ রান করে ফেরেন সাজঘরে। ৬ উইকেটে ২১৩ রান নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে ফিরে টিকতে পারেননি মায়াভো। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৫৪ বলে ৩৫ রান করে। কিছুক্ষণ পর থিতু হওয়া মাসাকাদজাকেও ফেরান বাংলাদেশি স্পিনার।

নবম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। কিন্তু এই জুটি লম্বা করতে দেননি মিরাজ। তার বল বেরিয়ে এসে খেলতে পারেননি মুজারাবানি। পেছনে থাকা জাকের আলি স্টাম্পিং করে নিয়ে নেন উইকেট। ১৬ বলে ১৭ রান করে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটার। এরপর ভিক্টর নিয়াউচিকে (৭) ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন মিরাজ। ২০.২ ওভারে ৫২ রান দিয়ে ৫ উইকেট নেওয়া মিরাজের পাশাপাশি ৩ উইকেট নেন নাহিদ। একটি করে উইকেট পান হাসান ও খালেদ। এর আগে, রবিবার টস জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ রান মুমিনুল হকের ব্যাট থেকে আসে ১০৫ বলে ৫৬ রান। এ ছাড়া ৬৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments