
আলোর যুগ প্রতিনিধিঃ কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান থেকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক বুঝে নিয়েছেন। প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোবাশ্বের আলম ভূঁইয়া জানান, ‘প্রতীক পাওয়ার পরপরই আমার নেতাকর্মীরা মাঠে নেমে গেছে। ধানের শীষের প্রতীক পেলেও পুরো দুশ্চিন্তা এখনও কাটেনি। আগামীকাল বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে যদি তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয়, তখন আমার দুশ্চিন্তা শেষ হবে।
মোবাশ্বের আলম ভূঁইয়া আরও বলেন, পোস্টাল ব্যালটে ভোট শুরু হয়ে গেছে। এই ভোটে ধানের শীষের প্রতীক যুক্ত করা না হলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। কুমিল্লা-১০ আসনে প্রাথমিকভাবে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া বিএনপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তফসিল ঘোষণার পর মোবাশ্বের আলম ভূঁইয়াও মনোনয়নপত্র দাখিল করেন। প্রথমিক যাচাই-বাছাইয়ে আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, তবে মোবাশ্বের আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
পরবর্তীতে মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়নপত্রের বৈধতার জন্য আপিল করেন। অন্যদিকে, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলেন। শুনানির পর নির্বাচন কমিশন গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। এর ফলে ঋণ খেলাপি থেকে দায়মুক্তি পাওয়ার পর মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং তাকে বিএনপির ধানের শীষ প্রতীক দেওয়ার জন্য অনুরোধ করা হয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের মাধ্যমে।
