Sunday, April 27, 2025
Homeক্রিকেট২০২৬ আইপিএলে খেলবেন ধোনি, বললেন সুরেশ রায়না

২০২৬ আইপিএলে খেলবেন ধোনি, বললেন সুরেশ রায়না

আলোর যুগ স্পোর্টসঃ চলতি আইপিএলে দশম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ৯টি ম্যাচ খেলে মাত্র ২ জয়ে পয়েন্ট তালিকার একদম নিচে অবস্থান করছে দলটি। কিছুতেই যেন জয়ের দিকে এগোতে পাচ্ছে না তারা। সেটা অধিনায়ক বদলেও হয়নি। এই পরিস্থিতিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে চেন্নাইয়ের সাবেক ব্যাটাসম্যান সুরেশ রায়না মনে করেন, ধোনি আগামী মৌসুমেও খেলবেন।

সম্প্রতি স্পোর্টস উপস্থাপক যতীন সাপ্রুর ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সুরেশ রায়না বলেন, ‘আশা করি পরের মৌসুমে চেন্নাই ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। আর ধোনি অবশ্যই আরও এক মৌসুম খেলবেন।’ চলতি মৌসুমে চেন্নাইয়ের পারফরম্যান্স বিশ্লেষণ করে রায়না বলেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-প্রতিটি বিভাগেই দল খুব বাজেভাবে খেলেছে। পরের মৌসুমের ভিত্তি গড়ে তুলতে হবে নিলামে।’

নিলামে ধোনির ভূমিকা নিয়ে রায়না বলেন, ‘সবসময় বলা হয় ধোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস্তবতা হলো, আমি কখনও নিলামের অংশ হইনি, এমনকি ধোনিও খুব বেশি জড়িত থাকেন না। হয়তো ৪-৫ জন খেলোয়াড়ের নাম দেন যাদের তিনি চান, তাদের মধ্যে কাউকে রাখা হয়, আর কাউকে না। মূল সিদ্ধান্ত নেয় কোর গ্রুপ।’

ধোনি নিজেও এবারের মৌসুমে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি, তবে রায়নার মতে ৪৩ বছর বয়সী একজন খেলোয়াড়ের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক নয়। তিনি বলেন, ‘ধোনি কেবল তার নাম, ব্র্যান্ড, এবং ভক্তদের জন্য খেলছেন-তা-ও পুরো চেষ্টা দিয়ে। উইকেটকিপিং করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন, নিজের সেরাটা দিচ্ছেন। কিন্তু বাকি দশজন কী করছে? যারা ১৮ কোটি, ১৭ কোটি, ১২ কোটির চুক্তিতে খেলছে-তারা অধিনায়কের জন্য কী করছে?’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments