Tuesday, December 16, 2025
Homeদেশজুড়ে১৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে বসুন্ধরা সিটিতে

১৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে বসুন্ধরা সিটিতে

আলোর যুগ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাসকে গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে ধারণ করে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের এন্ট্রিয়ামে শুরু হয়েছে ১৭ দিনব্যাপী বিসিডিএল বিজয় মেলা-২০২৫। মেলার আয়োজন করে বসুন্ধরা সিটি শপিংমল। সোমবার সকালে বসুন্ধরা সিটি শপিংমলের এন্ট্রিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা। ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বসুন্ধরা সিটি শপিংমলে এ বিসিডিএল বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এতে থাকবে ফ্যাশন শো, গান, নাচ, ফ্লাশমব ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে থাকবে ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা সংগ্রামে নিহত বীর শহীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরে জাতীয় সংগীত ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এসময় বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের গর্ব, ইতিহাস, স্মৃতি ও অনুভূতির এক অনন্য সম্মিলন। বিজয়ের এ মাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ।

তিনি আরও বলেন, বসুন্ধরা সিটি শপিংমল প্রতিদিন শিশু থেকে প্রবীণ- পরিবার, তরুণ-তরুণী, পর্যটক ও কর্মজীবীসহ হাজারো মানুষের মিলনস্থল। সেই বিবেচনায় এই মেলার মাধ্যমে দর্শনার্থীদের জন্য একটি নিরাপদ, পরিবারবান্ধব ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সংস্কৃতি, বিনোদন ও কেনাকাটার সমন্বয়ে স্বাধীনতার প্রকৃত চেতনাকে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বসুন্ধরা সিটি শপিংমল সবসময়ই দেশের মানুষের জন্য একটি বিশ্বমানের, নিরাপদ ও পরিবার-কেন্দ্রিক পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি, সৃজনশীলতা, ব্যবসা ও বিনোদনের সুন্দর সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতেও আরও শক্তভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ রয়েছি।

এবারের বিজয় মেলা ২০২৫-এর Title Sponsor হিসেবে রয়েছে OPPO Bangladesh এবং Powered By Sponsor হিসেবে রয়েছে VIVO Bangladesh ও Sony-Rangs এছাড়া অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো হলো- Freeland, Klubhaus, Gentle Park, Shishu Paribahan, Peal Lifestyle, Infinity, Irani Borka, Bond, Country Boy, Sea Sky ও Irani Mart সবশেষে মেলায় অংশগ্রহণকারী সব স্পন্সর, ব্র্যান্ড হাউজ, শিল্পী, মিডিয়া প্রতিনিধি ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments