আলোর যুগ স্পোর্টসঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে টাইগ্রেসরা। রান তাড়ায় নেমে ৭ উইকেট হারিয়ে ১০২ রান করে স্কটল্যান্ড। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এর ১০ বছর ও ১৬ ম্যাচ পর এলো এই জয়।
স্কটল্যান্ডকে হারানোর পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘এই মুহূর্তটার জন্য আমরা লম্বা সময় ধরে অপেক্ষা করেছি। আমাদের মনে এটা ছিল যে মুহূর্তটা আমাদের হবে। এই জয় আমাদের কাছে অনেক কিছু।
১১৯ রানকে যথেষ্টই মনে হয়েছিল জ্যোতির, ‘এই ধরনের উইকেটে থিতু হওয়ার প্রয়োজন আছে। শুরুর দিকে এই উইকেটে ব্যাটিং করা সহজ নয়। জুটি গড়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভালো সংগ্রহ পেয়েছি এবং নিজেদের ওপর বিশ্বাসটা রাখছিলাম।
টাইগ্রেস অধিনায়ক কৃতিত্ব দিলেন বোলারদের, ‘আমাদের খুব ভালো স্পিন আক্রমণ আছে, একই সঙ্গে (পেসার) মারুফাও ভালো করছে। তাই আমরা এই রান নিয়ে আত্মবিশ্বাসীই ছিলাম। খুব খুশি যে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি এবং মেয়েদের মুখে হাসি দেখতে পারাটাই সবচেয়ে বড় প্রেরণা।’