Thursday, January 9, 2025
Homeজেলার খবর১০ ঘণ্টা পর বকশীবাজারের সড়ক থেকে সরলেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

১০ ঘণ্টা পর বকশীবাজারের সড়ক থেকে সরলেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

আলোর যুগ প্রতিনিধিঃ পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের সামনের সড়ক থেকে সরে গেছেন শিক্ষার্থীরা। অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। ১০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা সড়ক থেকে সরে যান।

ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ থেকে অস্থায়ী আদালত সরাতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিলেন। এতে বকশীবাজার-চকাবাজার রোডে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশের চকবাজার অঞ্চলের সহকারী কমিশনার মো. মাহফুজার রহমান সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অস্থায়ী বিশেষ আদালতের বিচারকের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের কথা বলতে দিতে হবে—এই শর্তে তারা রাস্তা থেকে সরে যান। এখন পরিস্থিতি শান্ত।

নিরাপত্তা নিশ্চিতে আদালত এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। বিচারক আদালতে এসেছেন। বিডিআর বিদ্রোহের বিচারকাজ আজ এই আদালতে চলার কথা ছিল। এই বিশেষ আদালতের বিচারক ওই এলাকা পরিদর্শন করে বলেন, এখানে বর্তমানে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। পরবর্তী দিন ও স্থান পরে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments