আলোর যুগ প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও ১০২ বছর বয়সী একজন জাপানি মাউন্ট ফুজিতে আরোহণ করে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পর্বতারোহণের স্বীকৃতি পেয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কোকিচি আকুজাওয়া জন্মগ্রহণ করেন ১৯২৩ সালে। চলতি মাসের শুরুর দিকে তার পর্বতারোহণের কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান পায়।
৯৬ বছর বয়সে ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু পর্বতের চূড়ায় আরোহণের কথা উল্লেখ করে আকুজাওয়া এএফপিকে বলেন, “শেষবার আরোহণের পর ছয় বছর পার হয়েছে।” কোকিচি একসময় কেন্দ্রীয় গুনমা অঞ্চলে পশুপালন করতেন। বর্তমানে বয়স্ক পরিচর্যাকেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং তাদের ছবি আঁকা শেখান।
মাউন্ট ফুজিতে তার আরোহণের প্রস্তুতি শুরু হয় এ বছরের জানুয়ারিতে। এর আগে তিনি বাড়ির পার্শ্ববর্তী একটি পাহাড়ে হাঁটার সময় হোঁচট খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন, একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। তার মেয়ে ৭৫ বছর বয়সী ইউকিকো বলেন, “বাবার শারীরিক অবস্থা পুরো পরিবারকে চিন্তায় ফেলে দিয়েছিল। তবে বাবা পর্বতারোহণের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন।”
ইউকিকো আরও বলেন, “বাবা এতো দ্রুত আরোগ্য লাভ করেছিলেন যে, তার চিকিৎসকরাও এটি বিশ্বাস করতে পারছিলেন না।” কোকিচি আবারও স্বাভাবিক জীবনে ফেরার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক ঘণ্টা ধরে হাঁটা শুরু করেন। এছাড়া প্রায় প্রতি সপ্তাহে পাহাড়ে আরোহণের জন্য ঘাম ঝরাতেন।
আকুজাওয়া তিন দিন ধরে মাউন্ট ফুজিতে আরোহণ করেন এবং দুই রাত কুঁড়ে ঘরে কাটিয়েছিলেন। তবে, অনেক উঁচু হওয়ায় একপর্যায়ে হতাশই হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত তিনি সফল হন। ইউকিকো বলেন, “বাবা তার সঙ্গীদের সহায়তায় মনের জোরে চূড়ায় পৌঁছাতে সক্ষম হন।”