আলোর যুগ স্পোর্টসঃ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।
আর এই সাফল্যের পিছনে রয়েছে টেস্ট ও ওয়ানডে সিরিজের ব্যর্থতা। ম্যাচ শেষে এমন মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, আমরা টেস্ট ও ওয়ানডেতে খুব ভালো খেলেছি। যদিও দুর্ভাগ্যবশত জিততে পারিনি, তবে আত্মবিশ্বাসটা ছিল। আমরা জানি খুব ভালো বোলিং উইকেট ছিল এখানে। যদি আমরা ভালো একটা রান করতে পারি, ম্যাচ জেতার মতো বোলার আছে আমাদের।
দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেটে শুরু হয়েছে ফিল সিমন্স অধ্যায়। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে এবং দুবাইতে আফগানদের কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল টাইগাররা। তাই এই সিরিজে কোচের পক্ষ থেকে কোনো চাপ ছিল কিনা জানতে চাওয়া হয় লিটনের কাছে। জবাবে তিনি বলেন, সিমন্স কখনও চাপ দেন না, ক্রিকেট খেলায় আমরা স্বাধীনতা পাই। শুধু সে না কিন্তু সব কোচিং স্টাফ ও ম্যানেজম্যান্ট সাহায্য করেছে। আমরা প্রতিদিনই উন্নতি করছি। এই উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। আমাদের বোলাররা যা করেছে, চমৎকার।