Thursday, April 17, 2025
Homeক্রিকেটহোয়াইটওয়াশ এড়াতে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

হোয়াইটওয়াশ এড়াতে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

আলোর যুগ স্পোর্টসঃ প্রথম দুই ওয়ানডেতে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। দুই ম্যাচেই পরে ব্যাট করে ভারত জিতেছে ৪ উইকেটে। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইংলিশরা।

বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন ইংলিশ অধিনায়ক বাটলার। তিনি বলেন, ‘আমরা প্রথম বোলিং করতে যাচ্ছি। পিচ সামান্য স্পিন মনে হচ্ছে। প্রথম দুই ম্যাচে আমরা প্রথমে ব্যাট করেছি তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজ ভিন্ন অভিজ্ঞতা হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে এই ম্যাচই দুই দলের শেষ প্রস্তুতি। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হার্ষিত রানা, কুলদিপ যাদব, অর্শদিপ সিং।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, টম ব্যান্টন, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments