Saturday, January 17, 2026
Homeআন্তর্জাতিকহেলিকপ্টারে তুলে নেওয়া হলো উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে

হেলিকপ্টারে তুলে নেওয়া হলো উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে

আলোর যুগ প্রতিনিধিঃ উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে জোর করে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছে তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম, এনইউপি। দলটির দাবি, ববিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার উগান্ডায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। ববি ওয়াইন, যিনি একসময় জনপ্রিয় পপ তারকা ছিলেন, বর্তমানে দেশটির শীর্ষ বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে সরাসরি চ্যালেঞ্জ জানান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এনইউপির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী ও নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছে। তবে ববিকে সত্যিই হেলিকপ্টারে তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ভোটের পর ববি ওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বৈধ ভোটারের সংখ্যার তুলনায় অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। এ বিষয়ে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments