আলোর যুগ প্রতিনিধিঃ গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত ওই বাড়িতে সেদিনের হামলার বিষয়ে প্রাথমিকভাবে কোনও তথ্য না জানায়নি ইসরায়েল কর্তৃপক্ষ। তবে এখন বলা হচ্ছে ওই হামলায় নেতানিয়াহুর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
একটি প্রকাশিত ছবিতে দেখা গেছে, লেবানন থেকে ছোড়া ড্রোনে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে বেডরুমের জানালার কাঁচ ফেটে গেলেও টেম্পারড গ্লাস ও অন্যান্য সুরক্ষার কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তাছাড়া ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। হামলার ঘটনায় কেউ হতাহতও হয়নি।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন ইসরায়েলের দিকে আঘাত হেনেছে। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়। অন্য ড্রোনটি নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। নিজ বাড়িতে হামলার পরপরই নেতানিয়াহু বলেছিলেন, যারা আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে তারা বড় ভুল করেছে।