Friday, August 8, 2025
Homeবিনোদনহাসপাতালে ভর্তি অভিনেতা ইলিয়াস জাভেদ

হাসপাতালে ভর্তি অভিনেতা ইলিয়াস জাভেদ

আলোর যুগ বিনোদনঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা রকম অসুখে ভুগছেন। বুধবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এই অভিনেতাকে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনিবার্হী সদস্য সনি রহমান। তিনি বলেন, ‘একদিকে তিনি ক্যান্সার রোগী অন্যদিক হার্টের সমস্যা। এর আগে তিনি দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।’

চিত্রনায়ক জাভেদের স্ত্রীর বরাত দিয়ে সনি রহমান আরও বলেন, ‘জাভেদ ভাই বেশ আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাভেদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments