Friday, December 27, 2024
Homeখেলাহালান্ডের পেনাল্টি মিসে ফের ম্যানসিটির হোঁচট

হালান্ডের পেনাল্টি মিসে ফের ম্যানসিটির হোঁচট

আলোর যুগ স্পোর্টসঃ ব্যর্থতার গণ্ডিতে আটকে পড়ে আছে ম্যানচেস্টার সিটি। দলের এমন বিপর্যস্ত সময়ে আর্লিং হালান্ডও ব্যর্থ। একের পর এক গোল করা এই নরওয়েজিয়ান তারকা এবার পেনাল্টি মিস করে সিটিকে আরও একটি ম্যাচে জয়বঞ্চিত করেছেন। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এভারটনের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এই ড্র তাদের চ্যাম্পিয়নস লিগে খেলা আরও কঠিন করে তুলেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সবসময়ের মতোই ম্যাচে আধিপত্য ধরে রেখে খেলে সিটি। তবে তাদের ভাগ্য যেন পুরোপুরি বিপক্ষে। বল দখলে এগিয়ে থাকলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে শট নেয়ার ক্ষেত্রে তাদের নিয়ে প্রশ্ন উঠেছে। আজকের ম্যাচে সিটি ২৪ শট নিয়েও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৫টি। অন্যদিকে, এভারটন ৮ শট নিয়ে লক্ষ্যে রেখেছে ৩টি। তবে ঘরের মাঠে ম্যাচের শুরুতে ১৪ মিনিটেই বার্নার্দো সিলভা গোল করে সিটিকে এগিয়ে দেন। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটি। ৩৬ মিনিটে এভারটনের ফরোয়ার্ড ইলিমান ইনদিয়ায়ের গোলে সমতায় ফেরে এভারটন।

দ্বিতীয়ার্ধের শুরুতে সিটি একটি সোনালি সুযোগ পায়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনিয়োকে বক্সে ফাউল করায় পেনাল্টি দেয়া হয়। পেনাল্টি শট নিতে আসেন আর্লিং হালান্ড। তবে তার দুর্বল শট রুখে দেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। পরবর্তীতে হালান্ড একটি হেডের মাধ্যমে গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়।

এই ড্রয়ের পর সর্বশেষ ১৩ ম্যাচে ম্যানসিটির জয় মাত্র একটি। বাকি ৯ ম্যাচে হার ও ৩টিতে ড্র করেছে তারা। প্রিমিয়ার লিগে টানা চারবারের চ্যাম্পিয়ন গার্দিওলার দল বর্তমানে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে। লিভারপুল ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ও চেলসি ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments