আলোর যুগ স্পোর্টসঃ লিস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে ঘিরে ফুটবলপ্রেমিদের স্বপ্নের ডানা মেলতে শুরু করেছে। হামজার উপস্থিতি বাংলাদেশের ফুটবলে বড় প্রভাব ফেলবে এমনটা বিশ্বাস করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।
আসছে মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই অভিষেক হতে পারে ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। ভারতের বিপক্ষে সেই ম্যাচ ঘিরে প্রত্যাশা যেন আকাশচুম্বী! জামাল ভূঁইয়াও হামজার অন্তর্ভুক্তিকে বিশাল ব্যাপার মনে করছেন।
শনিবার সকালে শুরু হয়েছে বাফুফে-এএফসি ‘এ’ ডিপ্লোমা কোচিং কোর্সের প্রথম পার্ট। যেখানে অংশ নিয়েছেন জামাল, মামুনুল ইসলামসহ বেশ কয়েকজন সাবেক ফুটবলার। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের পর গণমাধ্যমে কথা বলেছেন জামাল।
সেখানে হামজাকে নিয়ে তিনি বলেছেন, ‘হামজার খেলা দেশের জন্য এটা অনেক বড় বিষয়। কেননা, উনি সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তো হামজাসহ আরো তিন-চারজন থাকলে দেশের জন্য ভালো না! হামজা এলে এটা সবার জন্য ভালো।’
গত সেপ্টেম্বরের পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে জামাল। পারিবারিক কারণে গত নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলেননি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে কোনো দলের সঙ্গে ছিলেন না তিনি। বিদেশি কোনো লিগেও সুযোগ হয়নি। তো এই সময়টা কীভাবে পার করছেন এই মিডফিল্ডার?
জামাল বলছিলেন, ‘এতদিন আমি ডেনমার্কের ছিলাম। ওখানে স্থানীয় পর্যায়ের একটি ক্লাবে খেলেছি, অনুশীলন করেছি।’ মৌসুমের দ্বিতীয় ভাগে কোনো দলে দেখা যাবে কিনা প্রশ্নের জবাবে জামালের উত্তর, ‘আগামী দশ দিনের ভেতর সেটা জানাতে পারব। ক্লাবগুলো সঙ্গে আলোচনা চলছে।’