Thursday, October 2, 2025
Homeখেলাহামজাকে নিয়ে ২৮ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা

হামজাকে নিয়ে ২৮ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা

আলোর যুগ স্পোর্টসঃ এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) এ দল প্রকাশ করা হয়। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ১৪ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে। স্কোয়াডের খেলোয়াড়দের অনুশীলন ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

হামজা ৬ অক্টোবর, শমিত ক্যাম্পে যোগ দেবেন ৭ অক্টোবর। দুই ম্যাচের পর বাংলাদেশ ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসাইন, মো. মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, মো. আবদুল্লাহ, ওমর সজীব। মিডফিল্ডার: মো. রিদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হামজা চৌধুরী, শমিত শোম।

ফরোয়ার্ড: শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম আল আমিন, মো. শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments