আলোর যুগ প্রতিনিধিঃ ইরানের রাজধানী তেহরানের প্রাণ কেন্দ্রেই হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। হামাসের দাবি, ইসরায়েলি হামলাতেই তার প্রাণ গেছে।
হানিয়ার জানাজা আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। আর এই জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর দেয় ইরান ও হামাস। জানানো হয় তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন।
তেহরানে হানিয়ার ওপর হামলার পেছনে কে জড়িত, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে হামাসের দাবি, জায়নবাদী (ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক) হামলায় হানিয়া নিহত হয়েছেন। হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। ইরানের এই মৃত্যুর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন।