আলোর যুগ প্রতিনিধিঃ হাতে হাতকড়া পরানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজতখানার ওসিকে ধমক দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী। বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেওয়ার পথে এ ধমক দেন সুব্রত বাইন।
রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় চার্জ গঠনের শুনানি করতে বুধবার সকালে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজন ভ্যান থেকে নামিয়ে মহানগর দায়রা জজ আদালতের ওসি রিপন মোল্লা তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরান।
এরপর তার হাতে হাতকড়া পরাতে গেলে ওসি হাজতকে ধমক দিয়ে ওঠেন সুব্রত বাইন। এ সময় ওসির উদ্দেশে সুব্রত বাইন বলেন, ডাণ্ডাবেড়ি পরানো অবস্থায় হাতকড়া কিসের। আপনি কবে থেকে ডিউটি করেন। উল্লেখ্য, আজ রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল।