Tuesday, January 27, 2026
Homeক্রিকেটহাইস্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

হাইস্কোরিং ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

আলোর যুগ স্পোর্টসঃ সব মিলিয়ে ৬৬১ রান। হাইস্কোরিং তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫৩ রানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিল ইংল্যান্ড। সাথে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ওয়ানডে সিরিজটাও। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। রেহান আহমেদ এবং বেন ডাকেটের ওপেনিং জুটিতে রান এসেছে ১৯। ১৭ বলে ৭ রান করে বিদায় নেন ডাকেট। রেহান আরও কিছুক্ষণ টিকে ছিলেন। ৩৭ বলে ২৪ রানের ইনিংস খেলে দলের ৪০ রানের মাথাতে থেমেছেন রেহান।

এরপর ক্রিজে জুটি বাঁধেন জো রুট এবং জ্যাকব বেথেল। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে ইংল্যান্ড। ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছে ইংল্যান্ড। ৭২ বলে ৬৫ রান করে বিদায় নেন ফিফটি হাঁকানো বেথেল। বেথেলের আউটের আগ পর্যন্তও রয়েসয়ে এগোচ্ছিল ইংল্যান্ড। তবে পাঁচে অধিনায়ক হ্যারি ব্রুক নেমেই যেন ইনিংসের চেহারা বদলে ফেলেন। শ্রীলঙ্কান বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন ব্রুক। রুট আরেক প্রান্তে ছুঁয়ে ফেলেন ফিফটি। ছুটেছেন সেঞ্চুরির দিকে।

ব্রুক-রুটের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে ইংল্যান্ডের ইনিংস। ব্রুক ফিফটি ছুঁয়েছেন মাত্র ৪০ বলে। ফিফটির পর আরও আগ্রাসী ব্যাটিংয়ে আগাতে থাকেন ইংল্যান্ডের অধিনায়ক। লঙ্কান বোলারদের কচুকাটা করে ছুটেছেন ব্রুক। পরের ফিফটিটা ছুঁতে ব্রুকের লেগেছে মাত্র ১৭ বল। ৫৭ বলেই সেঞ্চুরি ছুঁয়েছেন হ্যারি ব্রুক।

শেষ পর্যন্ত চলেছে ব্রুকের তাণ্ডব। রুটও সেঞ্চুরি ছুঁয়েছেন। শেষ পর্যন্ত চলেছে রুট এবং ব্রুকের বিস্ফোরক ব্যাটিং। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৩৫৭ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। ১০৮ বলে ১১১ রান করে টিকে ছিলেন রুট। ৬৬ বলে ১৩৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ব্রুক।

শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফরে ভ্যান্ডারসে এবং ধনঞ্জয়া ডি সিলভা। জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারে যেন টি-টোয়েন্টি মেজাজে ছিলেন লঙ্কান ব্যাটাররা। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত গতিতে তুলেছেন রান। পাথুম নিসাঙ্কা এবং কামিল মিশারার ওপেনিং জুটিতে এসেছে ৪৮ রান, মাত্র ৫.১ ওভারে। ১৭ বলে ২২ রান করে বিদায় নিয়েছেন মিশারা। তিনে নামা কুশল মেন্ডিস খেলেছেন ৯ বলে ২০ রানের ইনিংস।

ওপেনার পাথুম নিসাঙ্কা এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন। ২৫ বলে ৫০ রান করে দলের ৯৪ রানের মাথাতে থামেন তিনি। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে শ্রীলঙ্কা। নিসাঙ্কার বিদায়ের পর দলের হাল ধরেছেন চারে নামা পাভান রাথনায়েকে। ঝড়ো শুরুর পর কিছুটা গতি কমেছে শ্রীলঙ্কার ইনিংসে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন রাথনায়েকে। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারেননি। ১৬ বলে ১৩ রান করে বিদায় নেন চারিথ আসালাঙ্কা। ৩৬ বলে ২২ রান করেছেন জানিথ লিয়ানাগে। ১৬ বলে ৯ রানের বেশি করতে পারেননি ধনঞ্জয়া ডি সিলভা।

একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা। রাথনায়েকে চালিয়ে গেছেন প্রতিরোধ। ছুঁয়েছেন ফিফটি। ফিফটির পর এগিয়েছেন সেঞ্চুরির দিকে। তবে আরেক প্রান্তে ব্যাটারদের দুর্দশা চলছিলই। ২৪ বলে ২২ রান করে বিদায় নিয়েছে দুনিথ ভেল্লালাগে। ১৫ বলে ১৪ রান করেছেন জেফরে ভ্যান্ডারসে।

চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন রাথনায়েকে। দলের শেষ ব্যাটার হিসেবে দলীয় ৩০৪ রানের মাথাতে আউট হয়েছেন পাভান রাথনায়েকে। ইংল্যান্ড তুলে নেয় ৫৩ রানের সহজ জয়। ১১৫ বলে ১২১ রানের ইনিংস খেলে বিদায় নেন রাথনায়েকে। ইংলিশদের হয়ে ২টি করে উইকেট নেন জেমি ওভারটন, উইল জ্যাকস, লিয়াম ডওসন এবং আদিল রশিদ। ১ উইকেট তোলেন স্যাম কারান। দারুণ এই জয়ের ফলে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments