Sunday, December 22, 2024
Homeখেলাহাইভোল্টেজ ম্যাচে ম্যানইউকে হারাল আর্সেনাল

হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউকে হারাল আর্সেনাল

আলোর যুগ স্পোর্টসঃ ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে এক রকম বাজেই কেটেছে আর্সেনালের। তেমন মেলে ধরতে পারেনি ইউনাইটেডও। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বেশ ভালো ফুটবল খেলল আর্সেনাল। আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো ইউনাইটেড।

শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল। বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। ইউরিয়েন টিম্বার স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয় গোলটি করেছেন উইলিয়াম সালিবা।

প্রথমবারের মতো লিগে ইউনাইটেডের বিপক্ষে টানা চার ম্যাচে জয়ের স্বাদ পেল আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্সেনালের আক্রমণে ধার বাড়ে। ৫৪তম মিনিটে গোলের দেখা পায় তারা। রাইসের কর্নারে হেডে বল জালে পাঠান টিম্বার। ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ায় আর্সেনাল। বুকায়ো সাকার কর্নারে পার্টির হেড সালিবার পিঠে লেগে জালে জড়ায়।

ম্যাচে ইউনাইটেড গোল পরিশোধ করতে না পারায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। ১৪ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে অবস্থান আর্সেনালের। আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র করা লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments