Wednesday, March 12, 2025
Homeআইন-আদালতহাইকোর্ট এর নির্দেশে সাভার পৌরসভার কুলিবিট ইজারা কার্যক্রম স্থগিত

হাইকোর্ট এর নির্দেশে সাভার পৌরসভার কুলিবিট ইজারা কার্যক্রম স্থগিত


জাভেদ মোস্তফা 🇧🇩
সাভার পৌরসভার কুলিবিট ইজারা কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আগে বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১ এবং ৪২ অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার রক্ষায় সাভার পৌরসভার গেন্ডা মহল্লার আব্দুস সাত্তার মোল্লা ও মর্জিনা বেগমের ছেলে মোহাম্মদ আলী কর্র্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করায় আদালত এই নির্দেশনা প্রদান করেন।
এর আগে সাভার পৌরসভা কর্তৃক পৌরসভার আওতাধীন রেডিও কলোনী হতে ব্যাংকটাউন পর্যন্ত সাভার বাজার বাসষ্ট্যান্ডের (শাখা রোড ও মহল্লা ব্যাতিত) উড়য় পাশের্^ বিভিন্ন মার্কেট, কাঁচাবাজার, ফলবাজার, ইত্যাদিতে ব্যবসার উদ্দেশ্যে পরিবহনকৃত মালামাল লোড-আনলোড কুলি বিট (লেবার হ্যান্ডেলিং) ইজারার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশনটি (নং ২২৪৪) দায়ের করেন মোহাম্মদ আলী।
উক্ত রিট পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফ এর আদালত রিট পিটিশনটি আমলে নিয়ে সাভার পৌরসভা কর্তৃক জারি করা স্মারক নং সাপৌস/প্রশা/২০২৪-২০২৫/২১৫ তারিখ ২০.০১.২০২৫ অনুসারে প্রজ্ঞাপনের কার্যকারিতা ৩ (তিন) মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একইসাথে উক্ত স্মারকলিপির মাধ্যমে কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার কারণ দর্শানোর জন্য বিবাদীদের প্রতি আহ্বান জানিয়ে একটি রুল নিসি জারি করার আদেশ দিয়েছেন আদালত।
বিশেষ করে‘সাভার পৌরসভার রেডিও কলোনি থেকে সাভার ব্যাংক টাউন পর্যন্ত টোল আদায়ের ক্ষেত্রে ক্রমিক নং ১৩ (সংযোজনী-খ) সম্পর্কিত কোনও আইনগত কর্তৃত্ব ব্যতীত প্রদত্ত এবং এর কোনও আইনি প্রভাব নেই বলে ঘোষণা করা হবে না এবং/অথবা এই আদালতের কাছে যথাযথ এবং উপযুক্ত বলে মনে হতে পারে এমন অন্য কোনও আদেশ বা আদেশ জারি করা হবে না’এই মর্মে ৪ সপ্তাহের মধ্যে বিবাদী পক্ষকে জবাব দিতে বলা হয়েছে।
রিট পিটিশনটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের সচিব, দায়ীত্বপ্রাপ্ত সাভার পৌরসভার মেয়র, ঢাকা জেলা প্রশাসক ও সাভার উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে।
জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাভার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোঃ আবু বকর সরকার স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিট পিটিশনটি ভ্যাকেট করার জন্য আমরা আইনজীবি নিয়োগ করেছি। এছাড়া বিষয়টি দেখার জন্য এবং মামলা পরিচালনার জন্য পৌর নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments